মঙ্গলে ভেলভেট কেক!

মঙ্গলে ভেলভেট কেক!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৬ জানুয়ারী, ২০২২

মঙ্গলগ্রহ দীর্ঘদিন ধরেই জ্যোতির্বিজ্ঞানীদের কাছে রহস্যের ভাণ্ডার। আর সেই গ্রহেরই এক অদ্ভুত ছবি সম্প্রতি প্রকাশ করেছে ইউরোপীয় স্পেস এজেন্সি। লালগ্রহের ওই ছবি দেখলে একঝলকে মনে হবে যেন ওভেনে রেড ভেলভেট কেক তৈরি হয়েছে। তবে আসলে কিন্তু এই ছবি মোটেও তা নয়। বরং মঙ্গলগ্রহের পৃষ্ঠদেশে এমন দৃশ্য দেখা গিয়েছে। আর তা ধরা পড়েছে ট্রেস গ্যাস অরবিটার বা টিজিও- তে। এই ছবি দেখে অবাক ইউরোপীয় স্পেস এজেন্সির বৈজ্ঞানিকরাও। তাঁরাও বলছেন, একঝলক দেখলে মনে হবে যেন রেড ভেলভেট কেকের উপর মিহি চিনির গুঁড়ো ছড়ানো রয়েছে।
লে বস্তুকে চিনি বলে বিজ্ঞানীরা মজা করেছেন তা আসলে কোথা থেকে এসেছে, সেটা জেনে নেওয়া যাক। ইউরোপীয় স্পেস এজেন্সি জানাচ্ছে এই সাদা গুঁড়ো বস্তু আসলে মঙ্গলগ্রহে থাকা ওয়াটার-আইস থেকে এসেছে। আর যে গাঢ় লালচে আভা দেখা গিয়েছে সেটা হল রুক্ষ মাটি (রাস্টি মার্সিয়ান সয়েল)। ছবিতে যে গঠন দেখা গিয়েছে তা অন্তত ৪ কিলোমিটার চওড়া। এই ক্র্যাটার বা গহ্বর আসলে মঙ্গলগ্রহের Vastitas Borealis অঞ্চলে অবস্থিত। লালগ্রহের উত্তর মেরুর কাছে Vastitas Borealis নামের এই সমতল এলাকা লক্ষ্য করা যায়। টিজিও, ইউরোপীয় স্পেস এজেন্সি এবং রাশিয়ান স্পেস এজেন্সি Roscosmos একসঙ্গে একটি অভিযান করেছিল গত জুলাই মাসে। আর তখনই এই ছবি ধরা পড়েছিল টিজিও- তে।