মহাকাশযান পাঠিয়ে গ্রহাণুর পথ বদলের চেষ্টায় নাসা

মহাকাশযান পাঠিয়ে গ্রহাণুর পথ বদলের চেষ্টায় নাসা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৪ নভেম্বর, ২০২১

মহাকাশযান পাঠিয়ে গ্রহাণুর কক্ষপথে পরিবর্তন আনার চেষ্টা করছে নাসা। আজ সেই জন্য মহাকাশে রকেট পাঠাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তবে এই অভিযানের মূল উদ্দেশ্য হলো পৃথিবীর নিকটবর্তী এক গ্রহাণুতে গিয়ে আছড়ে পড়বে। তাতে তার কক্ষপথে পরিবর্তন আনার চেষ্টা করা হবে। এই প্রথম মহাজাগতিক ছন্দে পরিবর্তন আনার চেষ্টা করবে মানুষ। দ্য গার্ডিয়ান লিখেছে, মহাকাশের সঙ্গে এই এক দিনে বদলে যাবে আমাদের সম্পর্ক।
বহুকাল আগে পৃথিবী থেকে ডাইনোসর বিলুপ্তির মূল কারণ গ্রহাণুর আঘাত বলে মনে করা হয়। বিশাল কোনো মহাজাগতিক বস্তু পৃথিবীতে আছড়ে পড়ায় মারা যায় সব ডাইনোসর। সেই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে আগে থেকে প্রস্তুত থাকতে চায় নাসা। পৃথিবীর দিকে কোনো গ্রহাণু ধেয়ে এলে, সমাধান হিসেবে সেটার পথ বদলে দিতে চায় তারা।