মহাকাশে বৃহত্তম টেলিস্কোপ

মহাকাশে বৃহত্তম টেলিস্কোপ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৩ সেপ্টেম্বর, ২০২১

জেমস ওয়েব টেলিস্কোপের উদ্বোধন ১৮ ডিসেম্বর। এরিয়েন ৫ রকেট থেকে এই টেলিস্কোপকে মহাকাশে ছাড়া হবে। ফ্রেঞ্চ গায়ানা থেকে এরিয়েন রকেট মহাকাশের দিকে রওনা দেবে। মহাকাশে এই টেলিস্কোপের দূরত্ব হবে পৃথিবী থেকে ১.৫ মিলিয়ন কিলোমিটার। তবে সুর্যের অভিমুখে থাকবে না টেলিস্কোপটি। আর এই জেমস ওয়েব টেলিস্কোপটিই এখনও পর্যন্ত মহাকাশে পাঠানো বৃহত্তম টেলিস্কোপ! একটা টেনিস কোর্টের মতো প্ল্যাটফর্মের ওপর বসানো এই টেলিস্কোপের মহাকাশে আলোর তরঙ্গ দেখতে পাওয়ার ক্ষমতা হাবল টেলিস্কোপের চেয়ে ১০০ গুণ বেশি! এতবছর পর্যন্ত হাবল টেলিস্কোপই ছিল মহাকাশে গভীরতম স্থান পর্যবেক্ষণের একমাত্র টেলিস্কোপ। জেমস ওয়েব টেলিস্কোপের সহায়তায়, মহাকাশ বিজ্ঞানীরা সৌরজগতের অদেখা, অজানা অনেক কিছু রহস্যের উদ্ঘাটন করতে পারবেন। এই টেলিস্কোপের সহায়তায় বিজ্ঞানীরা সেই ধুলোর মেঘের মধ্যেও দেখতে পাবেন যেখানে গ্রহ, নক্ষত্রদের জগৎ তৈরি হয়! জানা যাবে এক্সোপ্ল্যানেটের বায়ুমণ্ডল সম্পর্কে; এমনকী এই টেলিস্কোপের সহায়তায়, মহাকাশ বিজ্ঞানীরা প্রাথমিক মহাবিশ্ব যে ছায়াপথের দ্বারা সৃষ্টি হয়েছিল সেটাও দেখতে পাবেন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =