মহাজাগতিক চুম্বকীয় সুড়ঙ্গে ভাসছে পৃথিবী!

মহাজাগতিক চুম্বকীয় সুড়ঙ্গে ভাসছে পৃথিবী!

Posted on ২১ জানুয়ারী, ২০২২

সূর্য, চন্দ্র, ৭টি গ্রহ, ৫টি বামন গ্রহ, অসংখ্য গ্রহাণু এবং ধূমকেতু-এই নিয়ে পৃথিবীর পরিবার। এর বাইরেও রয়েছে অসীম রহস্যের ‘আকাশ গঙ্গা’। যার হদিশ এখনও পুরোপুরি পাওয়া যায়নি। কিন্তু সম্প্রতি অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে প্রকাশিত টরন্টোর ডানলপ ইন্সস্টিটিউট, কানাডার ন্যাশনাল রিসার্চ কাউন্সিল এবং ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের একটি গবেষণা জানাল আকাশ গঙ্গায় অবস্থিত এক দৈত্যাকার চুম্বকীয় সুড়ঙ্গের মধ্যে ভেসে রয়েছে পৃথিবী এবং তার প্রভাবও পড়ছে পৃথিবীর ওপর। শুধু পৃথিবী নয়, পুরো সৌরজগৎকেই ঘিরে রয়েছে এই প্রবল ও দৈত্যাকৃতির চুম্বকীয় সুড়ঙ্গ। গবেষকদের আরও পর্যবেক্ষণ, চুম্বকীয় সুড়ঙ্গের মধ্যে ভেসে থাকার দরুণ পৃথিবীর নিজস্ব চুম্বকীয় মেরুর অবস্থানও বদলাচ্ছে। তবে পরিবর্তনটা খুব ধীর গতিতে হচ্ছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 9 =