মাল্টিবুস্টার ডোজ ডেল্টা, ওমিক্রনের জন্য

মাল্টিবুস্টার ডোজ ডেল্টা, ওমিক্রনের জন্য

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৭ জানুয়ারী, ২০২২

অ্যান্টিবডি তৈরি করা হবে। তার সঙ্গে তৈরি হবে আরও একধরণের বিশেষ টীকা। টীকার বুস্টার ডোজ। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে এবার শক্তিশালী দু’টো অস্ত্র। যাতে ডেল্টা, ওমিক্রনের মত অন্য ভ্যারিয়ান্টদের সংক্রমণের সঙ্গে লড়াই করা যায়। বিজ্ঞানীরা চাইছেন একসঙ্গে দু’টো অস্ত্র মানুষের শরীরে প্রবেশ করিয়ে দিতে। যাতে ডেল্টা, ওমিক্রনের মত ভ্যারিয়ান্ট অ্যান্টিবডিকে ধোঁকা দিলেও বিশেষ টীকায় ঘায়েল হতে পারে। প্রাথমিক পর্যায়ে ক্লিনিকাল ট্রায়ালে সফল হয়েছে বিশেষ ধরণের এই টীকা। চিকিৎসাবিজ্ঞান পত্রিকা ল্যান্সেটে প্রকাশিত গবেষণা থেকে জানা গিয়েছে, ফাইজার, মর্ডানা, জনসন অ্যান্ড জনসনের এমআরএনএ টীকাগুলি যে পরিমাণে দেওয়া হচ্ছে তার দশ ভাগের এক ভাগ দেওয়া হবে নতুন বুস্টার ডোজের টীকায়। আর তাতেই মারা পড়বে ভাইরাস! তাই এই বুস্টার ডোজের টীকাকে বলা হচ্ছে দ্বিতীয় প্রজন্মের টীকা বা স্যামআরএনএ টীকা। গ্রেট ব্রিটেনের ম্যাঞ্চেস্টার বিশ্ববিদ্যালয় ও আমেরিকার বায়োটেকনোলজি সংস্থা গ্রিটস্টোন বায়ো যৌথভাবে তৈরি করেছে এই টীকা।