মাস্ক পরেই কোভিড-১৯ শনাক্তকরণ?

মাস্ক পরেই কোভিড-১৯ শনাক্তকরণ?

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১০ আগষ্ট, ২০২১

এরকম মাস্কের প্রয়োজনীয়তা ভীষণ হতে পারে আগামীদিনে। বিশেষত, তৃতীয় বিশ্বের দেশগুলোতে। যেখানে মাস্ক পরলেই বোঝা যাবে অসুস্থ রোগী কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন কি না! এই বিশেষ ধরণের মাস্কের ডিজাইন করেছেন এমাইটি আর হাভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। এই মাস্কটিতে ছোট্ট ‘ডিস্পোজেবল সেন্সর’ লাগানো থাকছে, যার সাহায্যে রোগীদের শরীরের ঢুকে থাকা যে কোনও ভাইরাসকে শনাক্তকরণ করছে এই মাস্ক। বিজ্ঞানীরা জানিয়েছেন, মূলত স্বাস্থ্যকর্মীদের কথা ভেবে এই বিশেষ মাস্ক তৈরি করার কথা ভাবা হয়েছে। বিজ্ঞানীরা মনে করছেন, স্বাস্থ্যকর্মীদের নানারকমের রোগীদের সঙ্গে দিন কাটাতে হয়। তাই এই মাস্ক ওদের বিশেষ কাজে লাগবে।

ছবি সৌজন্যে: এমআইটি