মোবাইল অ্যাপে ব্যান্ডেজ!

মোবাইল অ্যাপে ব্যান্ডেজ!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৬ ডিসেম্বর, ২০২১

সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষকরা একটি ব্যান্ডেজ তৈরি করেছেন। যা কোনও রোগীর চোট আঘাতের সময় লাগানোর জন্য ডাক্তারের চেম্বারে যেতে হবে না! দূরে বসেই একটি মোবাইল অ্যাপের সহায়তায় তিনি সেই ব্যান্ডেজটা লাগাতে পারবেন! গবেষকরা তৈরি করেছেন একটি পরিধানযোগ্য সেন্সর। যার সঙ্গে যুক্ত রয়েছে একটি স্বচ্ছ্ব ব্যান্ডেজ। সেই সেন্সর কতটা আঘাত লেগেছে, ঘায়ের মধ্যে মধ্যে কতটা ব্যাকটিরিয়া ঢুকে রয়েছে সবই পরীক্ষা করতে পারবে। বিশ্ববিদ্যালয়ের বায়ো-মেডিক্যাল বিভাগের গবেষক চি টেক লিম বলেছেন, “প্রচলিত প্রথা অনুযায়ী রোগীর কোনও চোট লাগলে বা আলসার হলে সেটা সংক্রামিত হয়ে যায়। তখন সেই চোটকে পরীক্ষা করতে হলে রোগীকে ডাক্তারের কাছে যেতে হয়। ডাক্তার চোটের গভীরতা দেখে তার ট্রিটমেন্ট করেন। কিন্তু এখানে ওই যন্ত্রটিই রোগীকে জানিয়ে দেবে ঘায়ের মধ্যে কী পরিমাণ ফ্লুইড রয়েছে। রোগী যদি জানতে চান তার চোটে ফ্লুইডের পরিমাণ ঠিক কতটা রয়েছে সেটাও তিনি সেন্সরের মাধ্যমে জানতে পারবেন।” এখন ওই বিশেষ ধরণের ব্যান্ডেজ আলসার হওয়া রোগীদের ওপর প্রয়োগ করা হচ্ছে। লিম জানিয়েছেন এখনও পর্যন্ত এই ব্যান্ডেজ কার্যকরী হচ্ছে এবং অদূর ভবিষ্যতে এই ব্যান্ডেজ ডায়াবেটিসের ফলে হওয়া ঘা বা পায়ের কোনও ঘায়েও ব্যবহার করা যেতে পারে।

ছবি সৌজন্যে – রয়টার্স