লিওনার্ড ধুমকেতু দর্শন : জীবনে একবারই

লিওনার্ড ধুমকেতু দর্শন : জীবনে একবারই

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৬ ডিসেম্বর, ২০২১

গত ১৪ই ডিসেম্বর থেকে আকাশে দেখা যাচ্ছে ধুমকেতু লিওনার্ড। সবচেয়ে ভালো দেখা যাবে আজ অর্থাৎ ১৭ই ডিসেম্বর। সুর্যদয়ের আগে পূর্বাকাশে সবচেয়ে ভালো দেখাযাবে ধুমকেতুটিকে। হোয়েল গ্যালাক্সি বা এনজিসি ৪৬৩১ এর কেন্দ্রে অবস্থিত এই ধুমকেতু লিওনার্ড। মহাকাশ বিজ্ঞানী গ্রেগরি লিওনার্ড প্রথম ধুমকেতুটিকে চিহ্নিত করেছিলেন বলেই এমন নামকরণ হয়েছে ধুমকেতুটির। এর আগে প্রায় ৩৫ হাজার বছর আগে পৃথিবীর খুব কাছে এসেছিল ধুমকেতুটি। আর এই শেষবার। তাই এই মহাজাগতিক ঘটনাকে ‘ওয়ান্স ইন আ লাইফটাইম’ বলে আখ্যা দেওয়া হচ্ছে।
চলতি বছরের জানুয়ারি মাসে প্রথম সৌরমণ্ডলে ধুমকেতুটির উপস্থিতি লক্ষ করা যায়। দেখা যায় বৃহস্পতি গ্রহের আশেপাশে। প্রায় ১১ মাস পর পৃথিবীর পাশ দিয়ে অতিক্রম করছে লিওনার্ড ধুমকেতু। সূর্যকে অতিক্রম করে যেতে আরো প্রায় ৭ দিন মতো সময় লাগবে। যদিও ধুমকেতু সম্পর্কে আগে থেকে অনুমান খুব কঠিন তবু বিজ্ঞানিদের অনুমান লিওনার্ড এবার সৌরলোকের বাইরে চলে যাবে। ফিরেও আসবে না আর কখনও।