শনিবার সূর্যগ্রহণ

শনিবার সূর্যগ্রহণ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩ ডিসেম্বর, ২০২১

বছরের দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণ হবে আগামী ৪ ডিসেম্বর, শনিবার। শুক্ল পক্ষের অমাবস্যা তিথিতে হবে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। জ্যোতির্বিদ্যার দিক থেকে ২০২১ বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই বছর মোট চারটি গ্রহণ (Eclipse) রয়েছে। এর মধ্যে দুটি সূর্যগ্রহণ (Solar Eclipse) এবং দুটি চন্দ্রগ্রহণ (Lunar Eclipse)। ইতিমধ্যে তিনটি গ্রহণ হয়ে গেছে। গত ১০ জুন, বছরের প্রথম সূর্যগ্রহণের সাক্ষী থেকেছে বিশ্ববাসী। এটি আংশিকভাবে ভারতের লাদাখ ও অরুণাচল প্রদেশ ছাড়া আর কোথাও দেখা যায়নি।
৪ ডিসেম্বর সকাল ১০.৫৯ মিনিট থেকে দুপুর ৩.০৭ মিনিট পর্যন্ত চলবে সূর্যগ্রহণ।এই গ্রহণের সময়কাল প্রায়  ৪ ঘণ্টা ৮ মিনিট।
মূলত দক্ষিণ গোলার্ধে এই গ্রহণ দেখা যাবে। এটি কেবলমাত্র আন্টার্কটিকা, দক্ষিণ আফ্রিকা, আটলান্টিক মহাসাগরের দক্ষিণ ভাগ, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আমেরিকা থেকে দৃশ্যমান হবে। তবে এটি ভারত থেকে দেখা যাবে না।