পরিবেশকে ভালবেসে অনেকেই বাড়ির দেওয়ালের নীচে লতানে এক ধরণের বিশেষ গাছের চারা পোঁতেন। যাতে ধীরে ধীরে সেই লতানে গাছ দেওয়ালকে একদিন ঢেকে দেয়! তারপর ঢেকে যাওয়া দেওয়ালের সৌন্দর্যায়ন হয়। তখন দেওয়ালটি সবুজ হয়ে যায়। ইউরোপ, এমনকী ভারতের অনেক শহরে, কলকাতাতেও এই সবুজ দেওয়াল দেখা যায়। যে বাড়ির মালিকরা তাদের দেওয়ালটিকে সবুজে রূপান্তরিত করেন তারা মূলত সৌন্দর্যায়নের কথা ভেবেই করেন। কিন্তু সম্প্রতি যুক্তরাজ্যের প্লাইমাউথ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সমীক্ষায় উঠে এল নতুন এক তথ্য। সবুজ দেওয়াল নিয়ন্ত্রণ করে বাড়ির তাপমাত্রা। গবেষকরা দেখেছেন ‘সবুজ দেওয়াল’ বা গ্রিন ওয়াল কোনও বাড়িতে থাকলে সেখানে ৩১.৪ শতাংশ কম তাপমাত্রা শোষিত হয়েছে! গবেষকরা ইংল্যান্ডে ১৯৭০-এ তৈরি হওয়া কয়েকটি বাড়ির ওপর পরীক্ষা চালিয়েছিলেন। ইট ও কংক্রিটের দেওয়ালে নির্মিত ওই বাড়িগুলোয় সুর্যের তাপ শোষণের পরিমাণ পরিমাপ করেছিলেন গবেষকরা। তাতেই তারা দেখেছেন যে ‘সবুজ দেওয়াল’ যে কোনও বাড়িতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের কাজ করছে! গবেষকরা আরও দেখেছেন গ্রিন ওয়াল থাকা বাড়িগুলোর সারাদিনের গড় উষ্ণতাও কংক্রিটের দেওয়ালের বাড়িগুলোর তুলনায় কম। গবেষণাটি সম্প্রতি প্রকাশিত হয়েছে বিল্ডিং অ্যান্ড এনভায়র্নমেন্ট জার্নালে।