শুধু অন্ধকারে বাঁচে যে উদ্ভিদ

শুধু অন্ধকারে বাঁচে যে উদ্ভিদ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১০ জানুয়ারী, ২০২২

তার ফুল ফোটে গভীর রাতে। কিন্তু সুর্য ওঠার আগেই মারা যায় উদ্ভিদটি। তার মধ্যেই নতুন বীজের জন্ম দিয়ে যায় উদ্ভিদটি। সম্প্রতি মাদাগাস্কারের অরণ্যে এরকম ব্যতিক্রমী উদ্ভিদ প্রজাতির সন্ধান পেলেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের দেওয়া এই অর্কিডের নাম ডিডাইমোপ্লেক্সিস স্টেলা-সিলভা। যার বাংলা নাম হতে পারে ‘বনতারা’। কিউ শহরের রয়াল বোটানিকাল গার্ডেনের পক্ষ থেকে ২০২১-এ প্রকাশ করা হয়েছে সমস্ত নতুন প্রজাতির উদ্ভিদের তালিকা। সেখানে প্রকাশিত ২১৫টি নতুন প্রজাতির মধ্যে রয়েছে এই অর্কিডটিও। এছাড়াও মাদাগাস্কার থেকে আবিষ্কৃত হয়েছে আরও ১৫টি নতুন প্রজাতির অর্কিড। অষ্ট্রেলিয়া থেকে পাওয়া গিয়েছে নতুন একধরণের তামাক গাছ। ক্যামেরুনের জঙ্গল থেকে বিজ্ঞানীরা পেয়েছেন এক নতুন লিলি ফুলের গাছের সন্ধান। এই গাছটির নাম রাখা হবে হলিউড তারকা লিওনার্দো দি ক্যাপ্রিওর নামে, জানিয়েছে বোটানিক গার্ডেন। এখনও পর্যন্ত পৃথিবীতে ৪ লক্ষের বেশি উদ্ভিদ প্রজাতির কথা জানা গিয়েছে। এর মধ্যে গত এক দশকে আবিষ্কৃত হয়েছে ২০ হাজার প্রজাতি।
তবে আবিষ্কারের পাশাপাশি, রয়াল বোটানিকাল গার্ডেন আশঙ্কার কথাও শুনিয়েছে। তাদের তরফে বলা হয়েছে, ২০২১-এ আবিষ্কৃত নতুন প্রজাতির উদ্ভিদের মধ্যে ৮০ শতাংশ কিন্তু বিলুপ্তপ্রায় বা বিশেষ সংকটে। কে বাঁচাবে তাদের? যে পরিমাণে জঙ্গল কেটে বাণিজ্য প্রকল্প হচ্ছে বিশ্বজুড়ে তাতে বিলুপ্তপ্রায় উদ্ভিদ প্রজাতির পক্ষে আবার বেঁচে ওঠা খুব কঠিন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 − 1 =