শূন্যের ৪৪ ডিগ্রি নীচেও বরফ হচ্ছে না জল!

শূন্যের ৪৪ ডিগ্রি নীচেও বরফ হচ্ছে না জল!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৪ ডিসেম্বর, ২০২১

শূন্যের ৪৪ ডিগ্রি নীচে তাপমাত্রাকে নিয়ে গেলেও জল বরফ হল না! আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা নেচার ম্যাগাজিনে প্রকাশিত গবেষণা থেকে জানা গিয়েছে টেক্সাসের হিউস্টন বিশ্ববিস্যালয়ের বিজ্ঞানীরা অনেক ছোট আকারের একটি জলের কণা পরীক্ষার জন্য আতশকাচের নীচে রাখেন। পাশাপাশি পারদের নামার দিকেও নজর রাখছিলেন তারা। জলের সেই কণার ব্যাস ছিল মাত্র ১৫০ ন্যানোমিটার। পারদ শূন্যের ৪৪ ডিগ্রি নীচে নামার পরও সেই জলের কণা বরফ হয়নি। হিউস্টন বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিবিদ হাদি ঘাসেমি, যিনি এই গবেষণার নেতৃত্বে ছিলেন, জানিয়েছেন জলের কণা আকারে যত ছোট হয় তত তার নিজের স্বাভাবিকটা বজায় রাখার চেষ্টা বাড়তে থাকে। তখনও সে তরল থাকার চেষ্টা করে তরলের সব ধর্ম মেনেই। ঘাসেমি আরও জানিয়েছেন, ভবিষ্যতে এই আবিষ্কার মানুষের অপমৃত্যু প্রতিরোধে নতুন আবিষ্কার করতে বিজ্ঞানীদের সহায়তা করবে। কারণ জলের ক্ষুদ্রাতিক্ষুদ্র কণাই মানুষের কোষগুলোতে প্রথমে ফাটল ধরিয়ে তার ক্ষতির শুরু করে।