মহাসাগরের গভীরে থাকা অণুজীব বা মাটির অনেক গভীরে থাকা অণুজীব কীভাবে বেঁচে রয়েছে? মাইক্রোবায়াল ইকোলজি বিজ্ঞান পত্রিকায় প্রকাশিত সাম্প্রতিক এক গবেষণা জানাচ্ছে সমুদ্রতটে ৫০ বছর ধরে জমে থাকা গত প্লাস্টিক খেয়ে অণুজীব বাঁচতে শুরু করেছে। গবেষণা থেকে জানা গিয়েছে, শরীর নিসৃত উৎসেচক দিয়েই অণুজীবগুলো মাটি ও মহাসাগরের গভীরে জমে থাকা প্লাস্টিকগুলো ভেঙে ফেলতে পারছে। তারপর সেই প্লাস্টিককে খাচ্ছে। উৎসেচকগুলির কথা এত দিন বিজ্ঞানীদের জানা ছিল না। এখন বিজ্ঞানীরা ভাবতে শুরু করেছেন যে গবেষণাগারে কৃত্রিমভাবে উৎসেচক তৈরি করে তাদের সহায়তায় আগামীদিনে প্লাস্টিক বর্জ্যকে ভেঙে সভ্যতার কাজে লাগানোর জন্য পদার্থে বদলে দেওয়া যায় কি না। ৩৮টি দেশের ১৬৯টি অঞ্চল থেকে গবেষকরা প্রায় ১৮ হাজার নতুন উৎসেচকের সন্ধান পেয়েছেন। সেগুলোও অনায়াসে প্লাস্টিক ভেঙে দিতে পারছে বলে জানিয়েছেন গবেষকরা।