পরিবেশ দূষণের ফলে পানীয় জল ক্রমশ কমে যাচ্ছে। পৃথিবীর তিন-চতুর্থাংশ যে জল সমুদ্রে রয়েছে সেটা তো পানীয় জল নয়। কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করে তোলার পথে ভারতীয় বিজ্ঞানীরা! মাদ্রাজ আইআইটি-র গবেষকদের সঙ্গে যৌথভাবে এই গবেষণায় কাজ করছেন অস্ট্রেলিয়ার সুইনবার্ন ইউনিভার্সিটি অফ টেকনোলজি এবং নেদারল্যান্ডসের ডেলফস ইউনিভার্সিটি অফ টেকনোলজির বিজ্ঞানীরা। সম্প্রতি ডিস্যালাইনেশন পত্রিকায় প্রকাশিত হয়েছে এই গবেষণার কথা যেখানে সমুদ্রের জলকেও পানীয় জলে রূপান্তরিত করার প্রয়াস চলছে। মাদ্রাজ আইআইটি-র বিজ্ঞানী পি সাথিয়ান জানিয়েছেন, সমুদ্রের জল শিলাস্তরের যে ছিদ্র দিয়ে প্রবেশ করে সেটা পরীক্ষা করতে গিয়েই এই গবেষণা করার কথা মাথায় এসেছিল তাদের। একটা বিশেষ ধরণের ফিল্টার তৈরি পরে পরীক্ষামূলকভাবে দেখেছেন ওই ফিল্টার সমুদ্রের জলকে লবণের চেয়ে কার্যকরীভাবে আলাদা করতে পারছে। এখন তারা ব্যস্ত হয়েছেন ওই জলকে পানীয় করে তোলার মত উপযোগী এক যন্তগ্র তৈরি করার কাজে। সেটা হলেই অসম্ভবকে সম্ভব করা যাবে!