সর্বকনিষ্ঠ মহিলার পৃথিবী ভ্রমণ বিমানে

সর্বকনিষ্ঠ মহিলার পৃথিবী ভ্রমণ বিমানে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২২ জানুয়ারী, ২০২২

জারা রাদারফোর্ড। ব্রিটিশ-বেলজিয়াম জাত। বয়স ১৯। বিশ্বের সর্বকনিষ্ঠ মহিলা হয়ে বিমান চালিয়ে রাউন্ড-দ্য-গ্লোব অভিযান শেষ করলেন বুধবার। জার্মানির এজেলবাখে বিমান নিয়ে নামলেন তিনি। এজেলবাখে নামার সময় ঝোড়ো হাওয়া চলছিল। তার সঙ্গে প্রবল বৃষ্টিও হচ্ছিল। নামা কঠিন ছিল। নির্ধারিত দেড় ঘন্টার পরিবর্তে ২ ঘন্টা ২০ মিনিট লেগেছে রাদারফোর্ডের। এর আগে সর্বকনিষ্ঠ মহিলা হিসেবে পৃথিবী ভ্রমণের কীর্তি ছিল সায়েস্তা ওয়েসের। তখন তার বয়স ছিল ৩০ বছর! সর্বকনিষ্ঠ পুরুষ বিমানচালক হওয়ার কীর্তি ১৮ বছর বয়সী ম্যাসন অ্যান্ড্রিউয়ের। ২০১৮-য় এই কীর্তি তিনি করেছিলেন। গত অগস্টে রাদারফোর্ড রওনা হয়েছিলেন বেলজিয়াম থেকে। তারপর ৫২টা দেশ ঘুরে ৫১ হাজার কিলোমিটার বিমান চালিয়েছেন রাদারফোর্ড। ইন্দোনেশিয়ার জাম্বিতে গিয়েছেন, আবার তার একদম উল্টোদিকে কলম্বিয়ার টোমাকোতেও গিয়েছেন। দীর্ঘ সফরে রাদারফোর্ডের স্মৃতিতে থেকে যাবে আইসল্যান্ডে একটি সক্রিয় আগ্নেয়গিরির ওপর দিয়ে বিমান চালিয়ে নিয়ে যাওয়া। রাদারফোর্ডের বাবা ও মা দুজনেই বিমান চালক। মেয়ের স্বপ্ন ভবিষ্যতে মহাকাশচারী হওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 18 =