সাত মাসে সব থেকে কম সংক্রমণ

সাত মাসে সব থেকে কম সংক্রমণ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৭ অক্টোবর, ২০২১

দেশে করোনায় দৈনিক সংক্রমণ নেমে এলো ১৪ হাজার ১৪৭ জনে। মৃত্যুর সংখ্যা নেমে এলো ১৪৪ জনৈক। গত সাত মাসে এটাই সংক্রমণের সর্বনিম্ন হার।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে এমনটাই জানানো হয়েছে। বলা হয়েছে, সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৮.০৮ শতাংশ। যা গত বছরের মার্চ থেকে এ পর্যন্ত সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৭৮৮ জন সুস্থ হয়েছেন। এর ফলে দেশে করোনা থেকে সেরে উঠলেন মোট ৩ কোটি ৩৪ লক্ষ ১৯ হাজার ৭৪৯ জন। পরীক্ষার প্রেক্ষিতে সংক্রমণের হার শনিবার কমে হয়েছে ১.২৯ শতাংশ। মোট সংক্রমণের হার ৫.৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪১,২০,৭৭২ টিকা দেওয়া হয়েছে। তবে কলকাতায় গত রবিবার থেকে ছয়দিন রাস্তায় কোনও বিধি না মেনে যে ভাবে মানুষের ঢল নেমেছে তাতে কতদিন করোনা সংক্রমণের এই নিম্নগতি অব্যাহত থাকবে তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন জীবাণু বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − 3 =