এতদিনে ১০ হাজারেরও বেশি এক্সোপ্ল্যানেট (Exoplanet) আবিষ্কার করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এরা সকলেই আমাদের সৌর জগতের বাইরে (Outer Solar System) অবস্থিত। কিন্তু এতদিনে এমন কোনও এক্সোপ্ল্যানেট আবিষ্কার হয়নি যাদের চারপাশে কোনও চাঁদ প্রদক্ষিণ করেছে। তবে সম্প্রতি একটি নতুন গবেষণা সম্ভবত এই ধারণা বদলাতে চলেছে। আর এই ধারণা পরিবর্তনে কারণ হল সম্প্রতি আবিষ্কৃত হওয়া একটি নতুন মহাজাগতিক বস্তু। সম্প্রতি জ্যোতির্বিজ্ঞানের গবেষকরা জানিয়েছেন আমাদের সোলার সিস্টেম বা সৌর জগতের বাইরে এক্কটি বিশাল আকার-আয়তনের চাঁদ আবিষ্কার করা হয়েছে যা একটি গ্রহকে প্রদক্ষণ করছে। এই ম্যাসিভ বা সুপার মুন (massive or Super Moon) যে এক্সোপ্ল্যানেটকে প্রদক্ষিণ করছে তা আকার-আয়তনে বৃহস্পতি অর্থাৎ সৌর জগতের সবচেয়ে বড় গ্রহের প্রায় সমান। বিজ্ঞানীরা এও জানিয়েছেন যে প্রাথমিক তদন্তের বিষয়টি নিশ্চিত হলে এটিই হবে সৌর জগতের বাইরে অবস্থিত প্রথম আবিষ্কার হওয়া এক্সোমুন (Exomoon)। চার বছর আগে আরও একটি মহাজাগতিক বস্তু এই সৌর মণ্ডলের বাইরে খুঁজে পাওয়া গিয়েছিল। ‘এক্সোমুন’- এর খেতাব পাওয়ার সম্ভাবনা ছিল ওই মহাজাগতিক বস্তুর মধ্যেও। তবে এখনও পর্যন্ত ওই মহাজাগতিক বস্তু নিয়ে গবেষণা চলছে। তাই তাকে এক্সোমুন বলে ঘোষণা করা সম্ভব হয়নি। আশঙ্কা করা হচ্ছে নতুন আবিষ্কৃত মহাজাগতিক বস্তুটির ক্ষেত্রেও হয়তো তাই হতে চলেছে। বিজ্ঞানীরা এও জানিয়েছেন যে, এই দুই মহাজাগতিক বস্তুর মধ্যে একাধিক বৈশিষ্ট্যের মিল রয়েছে। এমনকি একই গ্রহকে প্রদক্ষিণও করে তারা। তবে দ্বিতীয় আবিষ্কৃত সুপার মুন পূর্বের মহাজাগতিক বস্তুর তুলনায় আকার-আয়তনে সামান্য ছোট। বিজ্ঞানীদের অনুমান, এই দুই মহাজাগতিক বস্তুই তৈরি হয়েছে গ্যাসীয় উপাদানের সাহায্যে।