
সৌরজগতে জ্যোর্তিবিজ্ঞানীরা অদ্ভূতদর্শনের এক গ্রহ। আকারে এবড়োখেবড়ো (ডিফর্মড প্ল্যানেট)। এবড়োখেবড়ো হওয়ার ব্যাখ্যাও দিয়েছেন বিজ্ঞানীরা। একটি নক্ষত্রের খুব কাছ দিয়ে ঘুরছে নব আবিষ্কৃত গ্রহটি। যে নক্ষত্রকে প্রদক্ষিণ করছে সেটি সুর্যের চেয়ে ১.৭ গুণ বড় এবং তাপমাত্রা সুর্যের তুলনায় ২০০ ডিগ্রি সেলসিয়াস বেশি। বিজ্ঞানীদের ব্যাখ্যা, নক্ষত্রের এত কাছ দিয়ে গ্রহটি প্রদক্ষিণ করছে যে, নক্ষত্রের প্রবল তাপমাত্রায় গ্রহের অভ্যন্তরভাগের আকার বদলে গিয়েছে। এছাড়াও জ্যোর্তিবিজ্ঞানীরা আরও জেনেছেন গ্রহটি আয়তনে বৃহস্পতির চেয়ে অন্তত দেড়গুণ বড়। নক্ষত্রটিকে গ্রহ প্রদক্ষিণ করে একদিনে। বিজ্ঞানীরা গ্রহের সন্ধান পেয়ে এখন নতুন গবেষণায় ব্যস্ত হয়েছেন যে কোন মহাজাগতিক টানের ফলে গ্রহটির আকার এরকম অদ্ভূত হয়েছে। ‘জার্নাল অফ অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্সে প্রকাশিত হয়েছে এই গ্রহের সম্পর্কিত গবেষণা।