স্পেস অ্যাপ চ্যালেঞ্জ প্রোগ্রাম

স্পেস অ্যাপ চ্যালেঞ্জ প্রোগ্রাম

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৩ সেপ্টেম্বর, ২০২১

দশম বছরে পা ফেলল নাসার স্পেস অ্যাপ চ্যালেঞ্জ প্রোগ্রাম। আন্তর্জালিক মাধ্যমে এবছরের প্রোগ্রাম আয়োজিত হবে ২-৩ অক্টোবর। এবছরের থিম ‘পাওয়ার অফ টেন’। মোট ১০টি আন্তর্জাতিক স্পেস এজেন্সির সহযোগিতায় পুরো প্রোগ্রাম সম্পন্ন হবে। রয়েছে ৮০টির বেশি হোস্ট কান্ট্রি। কলকাতায় এই প্রোগ্রামের অফিসিয়াল অর্গানাইজিং পার্টনার টেকনোইন্ডিয়া ইউনিভার্সিটি।
প্রোগ্রামে অংশগ্রহণের জন্যে প্রথমে রেজিস্ট্রার করতে হবে কোনো একটি নির্দিষ্ট স্থানের জন্যে। যে স্থানের হয়ে অংশগ্রহণকারী যোগ দিতে চান। তারপরেই খোলা যাবে স্পেস অ্যাপ অ্যাকাউন্ট। ২৫০ এর বেশি স্থানের হয়ে অংশগ্রহণের সুযোগ রয়েছে। আঞ্চলিক স্তরের বিভিন্ন প্রতিযোগিতা থাকবে গোটা প্রোগ্রামে। যে স্থানের হয়ে রেজিষ্ট্রেশন করছেন প্রতিযোগি, সে স্থানের আঞ্চলিক ইভেন্ট না থাকলে ইউনিভার্সাল ইভেন্টে যোগ দেওয়া যাবে। গোটা প্রোগ্রামটি আসলে টিম চ্যালেঞ্জ গেম। টিম হবে ২ থেকে ৬ জনের।