স্পেস স্টেশন নিয়ে মার্কিন-রুশ চুক্তি

স্পেস স্টেশন নিয়ে মার্কিন-রুশ চুক্তি

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৮ আগষ্ট, ২০২১

ঠেলায় পড়ে এবার হাতে হাত!২০২৪-এর পর থেকে আর্ন্তজাতিক স্পেস স্টেশনের রক্ষণাবেক্ষণ নিয়ে রাশিয়ার সঙ্গে যৌথভাবে কাজ করবে আমেরিকা। রুশ স্পেস এজেন্সি রস্কোমসের তরফে অবশ্য জানানো হয়েছে, তারা এক বছর আমেরিকার সঙ্গে যৌথভাবে কাজ করবে। তবে তা শর্তসাপেক্ষ। এর মধ্যে আমেরিকাকে মহাকাশ যাত্রা নিয়ে সব রকমের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। রাশিয়ার দাবি, আমেরিকার নিষেধাজ্ঞার জন্য মহাকাশে তাদের উপগ্রহ পাঠাতে অসুবিধা হচ্ছে। আমেরিকা শর্ত না মানলে ২০২৫ সালেই আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে নিজেদের সরিয়ে নেবে রাশিয়া। গত সপ্তাহেই আর্ন্তজাতিক স্পেস স্টেশন কিছু সময়ের জন্য নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছিল। তারপরেই রক্ষণাবেক্ষণ নিয়ে দুই দেশের চুক্তি।