
লিডস বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের একটি সাম্প্রতিক গবেষণা সায়েন্টিফিক জার্নালে প্রকাশিত হয়েছে। জানা গিয়েছে, পৃথিবীতে থাকা সমস্ত হিমবাহের মধ্যে সবচেয়ে দ্রুত গলে যাচ্ছে হিমালয়ের হিমবাহগুলি। গত কয়েক দশকে দশ গুণ বরফ গলে গিয়েছে। হিমবাহগুলি শেষবারের মত জমাট হয়েছিল প্রায় ৭০০ বছর আগে! যে সময়টাকে ‘লিটল আইস এজ’ বলা হয়। বিজ্ঞানীরা হিমালয় অঞ্চলে ১৪ হাজার ৭৯৮টি হিমবাহের ওপর গবেষণা চালিয়েছিলেন। দেখেছেন হিমবাহগুলির আয়তন যা ছিল তার ৪০ শতাংশ ছোট হয়ে গিয়েছে। ২৮ হাজার বর্গ কিলোমিটার আয়তনের হিমবাহ ছোট হয়ে ১৯ হাজার ৬০০ কিলোমিটারে নেমে গিয়েছে! প্রায় ৫৮৬ কিউবিক কিলোমিটার বরফ গলে গিয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। তাদের দেওয়া হিসেব অনুযায়ী হিমবাহ গলছে হিমালয়ের পূর্ব দিকের অংশ থেকে, নেপাল ও ভূটানের দিক থেকে। আর একটি গুরুত্বপূর্ণ তথ্য গবেষকরা দিয়েছেন যে বিশ্ব উষ্ণায়নের সৌজন্যেই হিমবাহগুলির ক্ষয়ে যাওয়া চললেও আরও একটি কারণ রয়েছে এর পেছনে। তা হল প্রচুর হিমবাহের ওপর পাওয়া গিয়েছে আবর্জনার স্তুপ! হিমবাহগুলির ভর কমে যাওয়ায় যাদের অন্যতম ভূমিকা রয়েছে।