চটকদার পুরস্কারের লোভে পড়ে অনলাইনে বড় ধরনের প্রতারণার শিকার হচ্ছেন হোয়াটসআ্যপ ব্যবহারকারীরা। ‘রেডিরফডটআরইউ’ নামের এই প্রতারণায় ব্যবহারকারীদের কাছে জরিপে অংশ নিতে একটি ওয়েব লিংক পাঠানো হয়। ব্যবহারকারীদের লোভনীয় পুরস্কারের প্রলোভনও দেয় তারা। ফর্ম পূরণ করলেই ব্যবহারকারীদের নাম, বয়স, ঠিকানা, ডেবিট বা ক্রেডিট কার্ডের তথ্যসহ আর্থিক লেনদেনের গোপন তথ্য হাতিয়ে নেয় সাইবার অপরাধীরা। পরে চুরি করা তথ্য কাজে লাগিয়ে ব্যবহারকারীদের অজান্তেই তাঁদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ চুরি করে নেয় তারা। এমনকি নিজেরা অনলাইনে দামি পণ্য কিনে ব্যবহারকারীদের কার্ড থেকে মূল্যও পরিশোধ করে।
শুধু তাই নয়, আইপি ঠিকানার মাধ্যমে ব্যবহারকারীদের অবস্থান শনাক্ত করে প্রতারণামূলক বিভিন্ন মেইল ও বিজ্ঞাপন পাঠাতে থাকে। এসব বিজ্ঞাপনে ক্লিক করলেই ভুয়া ওয়েবসাইট চালু হয় এবং স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীদের ডিভাইসে মেলওয়্যারযুক্ত ক্ষতিকর অ্যাপ প্রবেশ করে। ফলে যন্ত্রের নিরাত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়। অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমের পাশাপাশি হোয়াটসঅ্যাপের ডেস্কটপ সংস্করণেও এ প্রতারণা ছড়িয়ে পড়েছে।