২০২০-তে পরিবেশের আক্রমণ সর্বাধিক

২০২০-তে পরিবেশের আক্রমণ সর্বাধিক

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৬ সেপ্টেম্বর, ২০২১

পরিবেশ নিয়ে গবেষণা করা একটি আন্তর্জাতিক সংস্থার দেওয়া তথ্য, ২০২০-তে বিশ্ব জুড়ে পরিবেশের আক্রমণ ছিল সবচেয়ে বেশি। পৃথিবী জুড়ে পরিবেশের আক্রমণে মৃতের সংখ্যা ন্যুনতম ২২৭! কেউ ঝড়ে ঘর বাঁচাতে গিয়ে মারা গিয়েছেন। কেউ বা প্রবল বন্যায় তলিয়ে গিয়েছেন। কেউ প্রাণ দিয়েছেন ভূমিকম্পে। কেউ কেউ দাবানলের শিকার হয়ে মারা গিয়েছেন। আবার কত মানুষ কোনও বাঁধ তৈরির সময় হওয়া দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। সংস্থাটি জানাচ্ছে, এর আগে একই কারণে সর্বাধিক মৃতের সংখ্যা ছিল ২০১২-তে। সেবার কম করে ১৪৭ জন প্রাণ হারিয়েছিলেন। সংস্থাটি আরও জানিয়েছে, মূলত দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে মৃতের সংখ্যা বেশি। যার মধ্যে রয়েছে কলম্বিয়া, মেক্সিকো এবং ফিলিপাইনস। কলম্বিয়াতে এর মধ্যে মারা গিয়েছেন ৬৫ জন! গবেষণা বলছে, এই দেশগুলোতে মারা যাওয়ার পেছনে মূল কারণ, অপরাধমূলক কাজের প্রতিবাদ করতে গিয়ে মারা যাওয়া। কেউ মারা গিয়েছেন গাছের গুঁড়ি পাচার বন্ধ করতে গিয়ে, কেউ মারা গিয়েছেন খনি অঞ্চলে মাটি খুঁড়ে অবৈধভাবে খনিজদ্রব্য তোলার প্রতিবাদ করতে গিয়ে, কেউ হয়ত জঙ্গল কেটে কলকারখানা করার প্রতিবাদে।