২০২৩ সালে গগনযান কার্যকর করবে ইসরো। কোভিডের জন্য বারবার পিছিয়ে যাচ্ছে গগনযানের লঞ্চ। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, ২০২৩ সালে লঞ্চ করা হবে ইসরোর গগনযান। এর আগে ২০২২ সালের অগস্ট মাসে এই মিশন শুরু হবে বলে শোনা গিয়েছিল। কিন্তু করোনায় তা পিছিয়ে যায়। এই প্রথম হিউম্যান্স স্পেস মিশন হতে চলেছে ভারতের মাটিতে। এই গগনযান অভিযান সফল হলে ভারতে চতুর্থ দেশ হিসেবে নির্বাচিত হবে যা একটি ম্যানড স্পেস ফ্লাইট লঞ্চ করবে। গগনযান মিশনের লক্ষ্য হল লো আর্থ অরবিটে মানুষ পাঠানো। ভারতে তৈরি মহাকাশযানে করেই এই লো আর্থ অরবিটে যাবেন নভশ্চরা। আবার ফিরেও আসবেন পৃথিবীতে। ইসরো যে এই মিশন কার্যকর করতে পারে, সেটাই গোটা দুনিয়াকে এবার দেখানোর পালা। চারজন ভারতীয় নভশ্চরের ট্রেনিংও হয়েছে রাশিয়াতে। গগনযান প্রোগ্রামের জন্য খুবই প্রয়োজনীয় এই প্রশিক্ষণ। গগনযানের জন্য নতুন একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চলেছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো। ভারতের এই স্পেস এজেন্সি জানিয়েছে, তারা একটি ‘ডেটা রিলাই’ স্যাটেলাইট লঞ্চ করতে চলেছে।