২৪টি লেন্স এক করে ছবি

২৪টি লেন্স এক করে ছবি

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২১ নভেম্বর, ২০২১

দূর মহাকাশে নক্ষত্রের ছবি তুলতে ক্যামেরার ২৪টি লেন্স এক করে একটি টেলিস্কোপ তৈরি করেছেন একদল গবেষক। যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটি ও কানাডার ইউনিভার্সিটি অব টরন্টোর গবেষক দলটি সেই টেলিস্কোপের প্রথম নকশা করে ২০১৩ সালে। প্রজেক্ট ড্রাগনফ্লাই নামে তা পরিচিত ছিল। দূর মহাকাশে নক্ষত্রের ছবি তুলতে টেলিস্কোপটি ব্যবহার করা হচ্ছে।
প্রচলিত ধরনের সবচেয়ে বড় টেলিস্কোপেও যে ছায়াপথগুলো শনাক্ত করা সম্ভব হতো না, সেগুলো ড্রাগনফ্লাই টেলিস্কোপে ধরা দিচ্ছে। এর মূল কাজ অনুজ্জ্বল ছায়াপথগুলো নিয়ে গবেষণায় সাহায্য করে কৃষ্ণবস্তু বা ডার্ক ম্যাটারের প্রকৃতি বিশ্লেষণ করা। তা ছাড়া ডিস্ট্রিবিউটেড বা অনেকগুলো টেলিস্কোপের ছবি সমন্বয়ের ধারণাকে কাজে লাগাতেও চায় ওই গবেষক দল।