৫০টির বেশি ব্যাঙের প্রজাতি খুঁজে পাওয়া প্রথম ভারতীয় মহিলা

৫০টির বেশি ব্যাঙের প্রজাতি খুঁজে পাওয়া প্রথম ভারতীয় মহিলা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৫ ডিসেম্বর, ২০২১

প্রথম ভারতীয় মহিলা গবেষক সোনালী গর্গ- যিনি ৫০টিরো বেশি ব্যাঙের প্রজাতি আবিষ্কার করে ফেলেছেন। শুধু ভারত নয়- শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ব্রাজিল বিশ্বের বিভিন্ন প্রান্তে লুকিয়ে থাকা অজানা উভচর প্রাণীদের সন্ধান দিয়েছেন সোনালী। আর এই জীববৈচিত্র‍্যের রূপরেখা অঙ্কনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্যে সোনালী পেলেন হাভার্ড বিশ্ববিদ্যালয়ের এডওয়ার্ড ও উইলসন বায়োডাইভারসিটি ফেলোশিপ।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনার সময় জীববিজ্ঞানী এস ডি বিজুর সাহচর্য ও অনুপ্রেরণাই সোনালীকে ব্যাঙের প্রজাতি আবিস্কারের নেশা ধরায়। বিজু ভারতের প্রায় ১০০ টির বেশি প্রজাতির ব্যাঙের আবিষ্কর্তা। ২০১৪ সালে সোনালী ভারতেই খুঁজে পান হাতের আঙুলের সাইজের ব্যাঙের একটি প্রজাতি। তারপর আট বছরে সে তালিকা ৫০ ছাড়িয়েছে। ব্যাঙের তিনটি অজানা গোত্রেরও সন্ধান দিয়েছেন তিনি। এবং তারফলেই ব্যাঙের বিবর্তনের রূপরেখা পরিপূর্ণতা পেয়েছে বিজ্ঞানীদের জানায়।