
গ্রীনল্যান্ড, অ্যান্টার্ক্টিকা সহ উত্তর হেমিস্ফেয়ার জুড়ে প্রায় ১৫৬টি অগ্ন্যুৎপাত! তার ধাক্কায় ৬২টি চীনা সাম্রাজ্যের ধ্বংস হয়ে যাওয়া! খৃষ্টের জন্মের আগের দুই সহস্রাব্দে ঘটেছিল এই ভয়ঙ্কর ঘটনা। সম্প্রতি নেচার ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে এই ঘটনার কথা। প্রাচীনকালে সাম্রাজ্য ধ্বংসের পেছনে প্রথাগত কারণগুলো ছিল যুদ্ধ, সামাজিক অবক্ষয়, দুর্বল শাসন, ভূমিকম্প এবং রাজাদের দূর্নীতি। কিন্তু সাম্প্রতিক গবেষণা জানাচ্ছে, প্রাকৃতিক দুর্যোগগুলির নেপথ্যে ছিল আগ্নেয়গিরিতে হওয়া বিস্ফোরণগুলো। এবং গবেষকরা এ-ও জানিয়েছেন যে শুধু চিন নয়, ইউরোপেও এরকম ঘটনা অনেক রয়েছে। যার প্রকৃষ্ট উদাহরণ রোমের রাজধানী পম্পেই। মাউন্ট ভিসুভিয়াসের কয়েক ঘন্টার অগ্ন্যুৎপাতে সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল পম্পেই। তারপর তুরস্কের পূর্বে টার্কিক খানাতে নামের এক গুরুত্বপূর্ণ শহরও একইভাবে অগ্ন্যুৎপাতে মাটির নীচে চলে যায়। এই গবেষণার নেতৃত্বে থাকা চীনা গবেষক চাচাও ঘাও-এর বক্তব্য,”এই গবেষণা আমাদের আবার বলে দিল প্রাকৃতিক মহাদুর্যোগগুলোর মধ্যে দিয়ে একটা ধ্বংস হয়ে যাওয়া শহর পুনর্নিমাণ করতে কী অপরিসীম কষ্ট করতে হয়েছিল সেই সময়ের মানুষদের।”