৭০ কোটি বছর আগের ডাইনোসর!

৭০ কোটি বছর আগের ডাইনোসর!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৯ সেপ্টেম্বর, ২০২১

ব্রাজিলে জীবাশ্মবিদরা খুঁজে পেয়েছেন এক প্রাগৈতিহাসিক যুগের ডাইনোসরের জীবাশ্ম। হিংস্র, মাংসাশি এই ডাইনোসরের নাম অ্যাবিলিসৌরিড থেরোপড। তার বয়স? ৭০ কোটি বছর! ক্রিটাশিয়াস যুগে তাদের বাস ছিল পৃথিবীর বুকে। এই জীবাশ্ম পাওয়া গিয়েছে সাও পাওলোর পশ্চিমে। বিশ্লেষণ করতে গিয়ে বিজ্ঞানীরা দেখেছেন, ডাইনোসরটি বিরল প্রজাতির ছিল। তার দৈর্ঘ্য ছিল অন্তত ৫ মিটার, মানে ১৬ ফুট! আর ছিল বিশাল, কাঁটাওলা, অনমনীয় এক লেজ। ডাইনোসরটির মাংসপেশি আর হাড় বিশ্লেষণ করে দেখা গিয়েছে, ডাইনোসরটি যথেষ্ট জোরে দৌড়তে পারত। জীবাশ্মবিদরা গবেষণা করে দেখেছেন, একই রকমের ডাইনোসর ছিল দক্ষিণ আমেরিকাতেও।
এই দক্ষিণ আমেরিকাতেই সম্প্রতি আর এক হিংস্র, মাংসাশী পাখিরও জীবাশ্ম পেয়েছেন বিজ্ঞানীরা। সেই জাতের পাখির নাম টেরাটর্ন্স। তার ডানা দুটি লম্বায় ছিল ২৩ ফুট! আর পাখিটির ওজন ছিল ৭০ কেজি! ২৫ কোটি বছর আগে এরা দক্ষিণ আমেরিকায় দাপিয়ে বেড়াত। জীবাশ্ম বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানতে পেরেছেন কী ভয়ানক পাখি ছিল এরা। ডাইনোসরের মত ভয়াবহ হিংস্র প্রাণীও এই পাখিদের এড়িয়ে চলত! মূলত ব্রাজিল আর আর্জেন্টিনা জুড়ে ছিল এদের দাপট।