দাবানলে ১২ হাজার ঘর ধ্বংস মেক্সিকোর সান মিগুয়েলে!

দাবানলে ১২ হাজার ঘর ধ্বংস মেক্সিকোর সান মিগুয়েলে!

আবার একটা দাবানল। যার দৈর্ঘ্য ৩৫ মাইল! সুনামির মত সেই দাবানল ধ্বংস করতে করতে এগিয়ে যাচ্ছে! গত সোমবার, মেক্সিকোর দুটো শহর সেই দাবানলে প্রায় ধ্বংস হয়ে গেল! মোরা কাউন্টি আর সান মিগুয়েল। ১২ হাজার ঘর মাটিতে মিশতে একটা দিন লাগল মাত্র! দিন ১০ আগে যে বিধ্বংসী হাওয়া মার্কিন যুক্তরাষ্ট্রে সাম্প্রতিককালের সবচেয়ে ভয়ঙ্কর দাবাদল ঘটিয়েছিল সেই মারণ বায়ুই সোমবার মেক্সিকোর দাবানলের মূল খলনায়ক।
এরা আরেলানো। মোরার রাজধানী সান্তা ফে-তে সরকারি চাকরি করেন। কৃষি বিভাগের কর্মরত এই মহিলা বলেছেন রয়টার্স সংবাদসংস্থাকে, “বাড়ির সীমানার পর যে ঘন অরণ্য আমাদের বংশের ৯টা প্রজন্ম দেখে বড় হল সেটা পুড়তে কয়েক ঘন্টা সময় লাগল।” রাজধানী থেকে ৪০ কিলোমিটার দূরে মোরা উপত্যকায় দাবানল শুরু হওয়ার পর আগুন যেভাবে ভয়ঙ্কর গতিতে ৬৪ কিলোমিটার দূরের মোরা শহরকে জ্বালিয়ে দিল তার দুঃস্বপ্ন চারদিন পরেও যায়নি আরেলানোর। হাওয়ার গতিবেগ ছিল ঘন্টায় ৬৬ মাইলেরও বেশি। সরকারের তরফে দেওয়া হিসেব, এই দাবানলে সম্পূর্ণ পুড়ে গিয়েছে ১ লক্ষ ৮৯ হাজার ৭৬৭ একর জমি! আরেলানোর মত অনেকে কপাল চাপড়াচ্ছেন স্থানীয় পর্বতগুলোতে এখনও আগুন নেভেনি!