পৃথিবীতে ফিরে আসার তোড়জোড় শুরু আর্টেমিসের

পৃথিবীতে ফিরে আসার তোড়জোড় শুরু আর্টেমিসের

৫ই ডিসেম্বর চাঁদের সবচেয়ে কাছ দিয়ে উড়ে গেল ওরিয়ন মহাকাশযান। নাসার তরফ থেকে জানানো হয়েছে, আজ অর্থাৎ ৬ই ডিসেম্বর পৃথিবীতে ফিরে আসার প্রস্তুতি শুরু হবে।
চাঁদের কক্ষপথে যে ওরিয়ন স্পেসক্র্যাফট প্রতিস্থাপিত হবে, এমনটা আর্টেমিস-১ মিশনের একটা অপরিহার্য অঙ্গ ছিল। পৃথিবীর একমাত্র উপগ্রহের মাটি থেকে ১২৭ কিলোমিটার দূর অবধি পৌঁছেছিল নাসার এই যান। শেষবারের মতো জ্বালানী ব্যবহার করে শেষ বুস্ট নিয়ে চাঁদের অভিকর্ষ কাটিয়ে ঘরে ফিরবে ওরিয়ন।
মহাকাশযানটা এখন দুলকি চালে প্রতি ঘণ্টায় ৫০০০ কিলোমিটার বেগে ঘুরে বেড়াচ্ছে। পৃথিবী থেকে দূরত্ব ৩৫৮০০০ কিলোমিটার।
পরিকল্পনা মাফিক সবকিছু এগোলে, প্রশান্ত মহাসাগরের বুকে প্যারাসুটের সাহায্যে অবতরণ (স্প্ল্যাশডাউন) করবে ওরিয়ন। সেটা ডিসেম্বরের ১১ তারিখে। আর্টেমিসের তিনটে অভিযানের প্রকল্পের মধ্যে প্রথমটা সম্পূর্ণ হবে ঐদিন।
হাউস্টনে নাসার জনসন স্পেস সেন্টার থেকে কিছু দুর্দান্ত ছবি প্রকাশ করা হয়েছে। ওরিয়ন থেকে এগুলো তোলা হয়েছে। সেগুলো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, নানান সোশ্যাল মিডিয়ায় ঘুরছে।