মরুভূমি থেকে অরণ্য- একক উদ্যোগে অসাধ্যসাধন

মরুভূমি থেকে অরণ্য- একক উদ্যোগে অসাধ্যসাধন

তুরস্কের বন দফতরের প্রাক্তন অধিকর্তা হিকমেত কায়া। করে ফেলেছেন অসাধ্যসাধন। বৃক্ষরোপন করে বন্ধ্যা ভূমিকে বদলে দিলেন অরণ্যে।
১৯৭৮ সালে বনদফতরের কর্মী হিসেবে কর্মজীবন শুরু করেন হিকমেত। দীর্ঘদিন উত্তর তুরস্কে বন দফতরের শীর্ষ কর্তার দ্বায়িত্ব সামলেছেন তিনি। মূলত এই কর্মজীবনেই নিজের চোখে দেখতে পান কী ভাবে প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে অরণ্য। প্রায় মরুভূমি হয়ে যাচ্ছে বিস্তীর্ণ অঞ্চল। নিজের এই অভিজ্ঞতা থেকেই কাঁধে তুলে নেন দ্বায়িত্ব। স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে নিয়ে ৪১ বছর আগে চারাগাছ লাগানো শুরু করেন। কর্মজীবন থেকে অবসর নেওয়ার পরেও প্রায় ১৯ বছর ধরে লাগাতার বৃক্ষ রোপন করে চলেছেন তিনি। গত ৪১ বছরে প্রায় ৩ কোটি গাছ লাগিয়েছেন তিনি। আর এই অধ্যাবসাযয়েই মরুভূমি বদলে গেছে সবুজ অরণ্যে। গোটা বিশ্বের পরিবেশ নিধনের নিরিখে সমষ্টিগত উদ্যোগই প্রয়োজন। তবু এই একক ব্যক্তির এত বড় উদ্যোগ কুর্নিশ যোগ্যতো বটেই। সাথে আশাপ্রদও।