রেমব্রান্টের ‘দ্য নাইট ওয়াচ’ ছবিতে বিরল যৌগের সন্ধান

রেমব্রান্টের ‘দ্য নাইট ওয়াচ’ ছবিতে বিরল যৌগের সন্ধান

দ্য নাইট ওয়াচ। ১৬৪২ সালে রেমব্রান্টের আঁকা এই ছবি এখন রয়েছে নেদারল্যান্ডের রিজকমিউসিয়াম অ্যামস্টারডামে। ২০১৯ সালে রেমব্রান্টের সর্ববৃহৎ এই ছবি নিয়ে বৈজ্ঞানিক অনুসন্ধান আর সংরক্ষণের কাজ শুরু হয়েছিল। আন্তর্জাতিক গবেষকদের একটা দল ছবি আঁকার কাজে ব্যবহার নানা রঙ ও রাসায়নিক পদার্থ কীভাবে সময়ের সাথে পাল্টে যায় সেটা নিয়েই তদন্ত শুরু করেছিলেন।
অপ্রত্যাশিত ভাবে বিজ্ঞানীরা একটা জৈবধাতব যৌগের খোঁজ পেয়েছেন – লেড ফর্মেটস। এটা একটা পারদঘটিত জৈব যৌগ। আগে কোনও ঐতিহাসিক ছবিতে এই পদার্থের সন্ধান মেলেনি।
প্যারিস-স্যাকলে বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সুপ্রামলিকিউলার অ্যান্ড ম্যাক্রোমলিকিউলার ফটোফিজিক্স অ্যান্ড ফটোকেমিস্ট্রি ল্যাবরেটরির গবেষক ভিক্টর গোনসালেজ নেতৃত্ব দিয়েছেন ঐ বিজ্ঞানী দলটাকে। উনিই গবেষণাপত্রের মুখ্য লেখক। উনি বলছেন, চিত্রকলার জগতে লেড ফর্মেটের ব্যবহার প্রথম ধরা পড়ে ২০২০ সালে; কিন্তু সেটা মডেল পেইন্টিং-এর ক্ষেত্রে। যেখানে সাদা বা হলুদ রঙের লেড পিগমেন্ট নেই সেখানেই সন্ধান পাওয়া গেছে ঐ যৌগের। গবেষকদের মতে, এই যৌগ খুব তাড়াতাড়ি উবে যায় তাই পুরনো ছবিতে একেবারেই ব্যবহার করা হত না।
‘অ্যাংওয়ান্দতে কেমি’ পত্রিকার আন্তর্জাতিক সংস্করণে প্রকাশিত হল এই গবেষণাপত্র।