৫০ শতাংশ কুমির ও কাছিম বিলুপ্তির পথে

৫০ শতাংশ কুমির ও কাছিম বিলুপ্তির পথে

এবার একটি গবেষণাপত্রে সরীসৃপদের বাস্তব অবস্থা সম্পর্কে প্রকাশিত হল দীর্ঘ রিপোর্ট। উদ্বেগ হওয়ার মতই সেই রিপোর্ট। বলা হয়েছে পাখি, উভচর বা স্তন্যপায়ীদের তুলনায় তাদের সংকট এতটুকু কম নয়। বিশেষত, কুমির এবং কাছিম প্রজাতির ৫০ শতাংশ চলে গিয়েছে বিলুপ্তির পথে। রিপোর্টে পরামর্শ দেওয়া হয়েছে কুমির আর কাছিম প্রজাতিকে বাঁচিয়ে রাখার জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক।
কনজার্ভেশন পত্রিকায় প্রকাশিত গবেষণাপত্রটিতে আরও এক গুরুত্বপূর্ণ বক্তব্য হল, জীববৈচিত্র্য ধ্বংস হওয়ার অন্যতম কারণ হিসাবে জলবায়ু পরিবর্তনের কথা বলা হলেও সরীসৃপের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন মূল কারণ নয়। বরং মুখ্য কারণ হিসাবে গবেষণাপত্রে গবেষকরা দায়ী করেছেন মানুষের অনৈতিক কাজকর্মকে! যেমন কুমির ও কচ্ছপ শিকার বেড়ে যাওয়া। যেমন এই প্রাণীরা যে জলাশয়গুলোতে থাকে, নগরায়নের জন্য সেই জলাশয়গুলো বুঁজিয়ে ফেলা। সারা বিশ্বের ১০ হাজারের বেশি প্রজাতির উপর সমীক্ষা চালিয়ে মোটামুটি সব ক্ষেত্রেই একই কারণ প্রত্যক্ষ করেছেন গবেষকরা। সব মিলিয়ে সরীসৃপদের ২১ শতাংশ বিলুপ্তির মুখে এসে দাঁড়িয়েছে। এর মধ্যে কুমিরের সমস্ত প্রজাতির ৫৮ শতাংশই সংকটে রয়েছে। কাছিমের প্রজাতিগুলির মধ্যে ৫০ শতাংশ সংকটাপন্ন। তবে জলবায়ু পরিবর্তনকেও দায়ী করেছেন গবেষকরা। জানিয়েছেন, উষ্ণায়নের ফলে পুরুষ সরীসৃপদের প্রজনন ক্ষমতা ক্রমশ কমে যাচ্ছে। বংশবিস্তার ব্যাহত হচ্ছে।