পরিযায়ী কাঁকড়াদের জন্য বন্ধ রাস্তা!

পরিযায়ী কাঁকড়াদের জন্য বন্ধ রাস্তা!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৮ নভেম্বর, ২০২১

রাস্তায় বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। লেখা আছে, ‘রাস্তা বন্ধ। লাল কাঁকড়ারা মাইগ্রেট করছে! এই পয়েন্টের বাইরে গাড়ি চলাচল নিষিদ্ধ!’ পশ্চিম অষ্ট্রেলিয়ার সমুদ্র উপকূলে ক্রিসমাস দ্বীপপুঞ্জ নামের ছোট্ট এক শহর। প্রত্যেক বছর এই সময়, মানে নভেম্বর-ডিসেম্বরে শহরটার রং একদিনের জন্য লাল হয়ে যায়! শহরের বাসিন্দারা সেই দিন শহরটাকে ডাকেন ‘লাল কাঁকড়ার দ্বীপপুঞ্জ’! লক্ষ লক্ষ লাল কাঁকড়া শহরের রাস্তা ধরে সমুদ্রের দিকে চলতে থাকে। সেরকমই দৃশ্য ক্রিসমাস দ্বীপপুঞ্জের রাস্তায় দেখা গেল মঙ্গলবার! সে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয় শহর জুড়ে। ওই লাল কাঁকড়াদের জন্য শহরে সমস্ত রাস্তায় তৈরি হয় ট্র্যাফিক জ্যাম! ক্রিসমাস দ্বীপপুঞ্জের জাতীয় পশু উদ্যানের রিসোর্স ম্যানেজার ব্রেন্ডন টিয়ারম্যান জানিয়েছেন, লক্ষ লক্ষ ছেলে ও মেয়ে কাঁকড়া এই সময় সমুদ্রের দিকে যায় বংশবৃদ্ধির জন্য। প্রজননের পর ছেলে কাঁকড়ারা জঙ্গলে ফিরেযায় আর মেয়ে কাঁকড়ারা ঢোকে গর্তের মধ্যে ডিম দেওয়ার জন্য। সপ্তাহ খানেক থাকে তারা গর্তের মধ্যে। একটা লাল কাঁকড়া ১০ হাজারটা পর্যন্ত ডিম দিতে পারে। সেগুলো সবই মেয়ে কাঁকড়ারা সমুদ্রের জলে ভাসিয়ে দেয়।
এই গল্পের সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ হল, লক্ষ লক্ষ ওই পরিযায়ী কাঁকড়া ক্রিসমাস দ্বীপপুঞ্জের রাস্তা দিয়ে এগিয়ে চলার সময় কিন্তু শহরের একটা মানুষও তাদের কোনওভাবে আক্রমণ করে না, বা ঢিল ছোড়ে না! ব্রেন্ডন বলেছেন, “শহরের মানুষ জানে, লাল কাঁকড়া কীভাবে আমাদের ইকোসিস্টেম বজায় রাখে, কীভাবে আমাদের অর্থনীতি এবং পর্যটন ব্যবসাকে বাঁচিয়ে রাখে!
ভারতের কোনও শহর হলে লাল কাঁকড়াদের আর সমুদ্র পর্যন্ত যেতে হত না!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 3 =